জুমবাংলা ডেস্ক : দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৫৬) নামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।কনস্টেবল পদমর্যাদার এ পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৩১ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্বরত ছিলেন।
ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।