আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রসঙ্গে আরো গভীরে যেতে চায় হু। তাই তারা চীনের প্রথম করোনা হওয়া ব্যক্তি বা ব্যক্তিবর্গকে খুঁজে পেতে চান। অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে জানা গিয়েছে, হু মনে করছে করোনা নিয়ে তারা আগামীদিনে নিজেদের ডাটাকে আরো সমৃদ্ধ করতে চান। কোথা থেকে বা কিভাবে করোনা নিজের জাল বিস্তার করেছে তার হদিশ চান। চীনে কাজ করা হুয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের হাতে এখনও সঠিক তথ্য আসেনি। তবে উহান প্রদেশ থেকে তারা আরও তথ্য পেতে চান। হুয়ের প্রতিনিধিরা মনে করেন, তারা চীন থেকে বেশকিছু তথ্য পেয়েছেন ঠিকই, তবে তা করোনার বীজ খোজার পক্ষে যথেষ্ঠ নয়। তারা মনে করেন চীন সরকার তাদের যে সহায়তার আশ্বাস দিয়েছিল তা তারা পায়নি।
চীনের মাটিতে টানা চার সপ্তাহ ধরে তারা করোনার বীজের সন্ধান করলেও তাতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়টি যথেষ্ঠ হতাশ করেছে তাদের। হু মনে করছে বিশ্বজুড়ে করোনার জেরে প্রায় ২ দশমিক ৪ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনাকে যারা সহজভাবে নেবেন তারা কিন্তু বড় ভুল করবেন। কোন পশু থেকে মানুষের দেহে করোনার ভাইরাস এসেছে তা নিয়ে এখন ধন্ধ কাটেনি। শুরু মানুষের দেহে নয়, করোনার এই ভাইরাস আর কোন জীবের দেহে প্রবেশ করেছে তা নিয়েও চীন্তায় হুয়ের প্রতিনিধিরা। চীনা চিকিৎসকদের মতে, করোনার উৎপত্তি চীন থেকে হলেও তা নিয়ে আহেতুক ভয় তৈরি করা হয়েছে। তবে হুয়ের দলের এই অসন্তুষ্টি কিন্তু যথেষ্ঠ চীন্তার কারন হিসাবেই দেখছে সকলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।