Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র একটি গভীর সমস্যার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন করোনা টাস্কফোর্সের সংবাদ সম্মলেনে ফাউচি এমন মন্তব্য করেন।
শুক্রবারও যুক্তরাষ্ট্রে ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির ১৬টি অঙ্গরাজ্যে ফের করোনার প্রকোপ বেড়েছে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে ফাউচি বলেন, এটি শেষ করার একমাত্র উপায় হচ্ছে সবাই মিলে এটিকে শেষ করতে হবে। যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ কমানোর জন্য আরো কাজ করতে হবে বলেও জানান ফাউচি।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।