Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনার কারণে আগামী বছর আসবে না নতুন কোনো ইমোজি। এর বদলে নতুন ইমোজি ২০২২ সালে আসবে বলে জানিয়েছে ইউনিকোড কনসোরটিয়াম।প্রতি বছর জানুয়ারিতে ইমোজি অ্যাপ্রুভ করা হয়।
এরপর অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ইমোজির আপডেট পৌঁছায় সেপ্টেম্বরে এসে। কিন্তু এবার ডেভেলপাররা নতুন ইমোজি তৈরির জন্য পর্যাপ্ত সময় পাননি।তবে এ বছরে নতুন ইমোজিগুলো পূর্বনির্ধারিত সময়ই আসবে।
জানুয়ারিতে ঘোষিত ইমোজিগুলোর মধ্যে আছে, টান্সজেন্ডার ফ্ল্যাগ, জেন্ডার নিউট্রাল সান্তা ক্লজসহ মোট ১১৭টি অ্যানিমেটেড চরিত্র।মনের ভাব প্রকাশ করার সময় কথার পাশাপাশি অনলাইনে অনেক সময় ইমোজি ব্যবহার করা হয়।
২০১৯ সালের হিসেব অনুযায়ী, বিশ্বব্যাপী ব্যবহার হওয়া ইমোজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ‘ফেইস উইথ টিয়ার্স অব জয়’ (😂) বা যাকে আমরা সংক্ষেপে ‘লল’ বলে থাকি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel