পুঁজিবাজার ডেস্ক : কভিড-১৯ (করোনা ভাইরাস) এর নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। গত এক মাস ধরে অব্যাহত পতন লক্ষ্য করা গেছে পুঁজিবাজারে। ঠেকাতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পদক্ষেপ নিলে দুই-একদিনের জন্য কিছুটা চাঙ্গা হলেও এরপর বাজার আবার আগের অবস্থায় ফিরে যায়।
গত মাসে ২৫ হাজার ৭৫১ কোটি ৪৮ লাখ টাকা বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ১ মার্চ এক্সচেঞ্জটির বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ কোটি ৮৫ লাখ টাকা। সর্বশেষ কার্যদিবস ২৫ মার্চ তা কমে দাঁড়ায় ৩ লাখ ১২ হাজার ২৩৫ কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসইতে গত মাসে ডিএসইর বাজার মূলধন সবচেয়ে কম ছিল ১৬ তারিখে—২ লাখ ৮৭ হাজার ৩৮২ কোটি ৫৮ লাখ টাকা, যা ২০১৪ সালের ২২ জুনের পর সর্বনিম্ন। এছাড়া ২০১৬ সালের ২ মের পর এই প্রথম ৩ লাখ কোটি টাকার নিচে নামে ডিএসইর বাজার মূলধন। আর গত মাসে এক্সচেঞ্জটির বাজার মূলধন সবচেয়ে বেশি ছিল ২ তারিখে— ৩ লাখ ৩৯ হাজার ৮৫৪ কোটি ৫০ লাখ টাকা।
মার্চে এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স পয়েন্ট হারিয়েছে ৪০১। ১ মার্চ সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৪০৯ পয়েন্টে। ২৫ মার্চ তা কমে দাঁড়ায় ৪ হাজার ৮ পয়েন্ট। গত মাসে ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান ছিল ৩ তারিখে—৪ হাজার ৪৬৬ পয়েন্ট। আর সর্বনিম্ন ছিল ১৮ তারিখে—৩ হাজার ৬০৩ পয়েন্ট। এদিন সূচকটির অবস্থান ছিল সাত বছরের সর্বনিম্ন। ২০১৩ সালের ৯ মে ৩ হাজার ৫৫৯ পয়েন্টে অবস্থান করছিল ডিএসইএক্স। গত মাসে একদিনে সূচকটির সবচেয়ে বড় পতন হয় ৯ তারিখে। এদিন ৬ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট হারিয়ে ২০১৩ সালের ৩ নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে নেমে যায়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel