আন্তর্জাতিক ডেস্ক : চীনের সেই উহান। এই সেই শহর, যেখানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তারপর বিশ্বজুড়ে যা চলছে, সেই অভিজ্ঞতা আমৃত্য ভুলবে না, এই শতকের বিশ্ববাসী। গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল।
বিশ্ব যখন করোনার সঙ্গে লড়াই করে ক্লান্ত, তখন উহানে পার্টি চলছে। উহানের মায়া বিচ ওয়াটার পার্কে কয়েকশো মানুষ জড়ো হয়ে দেদারসে। পার্টিতে মাতলেন ডিজের তালে নাচ, পানিতে নেমে আনন্দ-উল্লাস।
উহানের এই ওয়াটার পার্কটি জুন মাসে খুলেছে। ৭৬ দিনের টানা লকডাউনের শেষে ধীরে ধীরে আনলক হচ্ছে উহান। আপাতত সেখানে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে। এই ওয়াটার পার্কে এখন মহিলাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
সকলে সেলফিতে ব্যস্ত। পার্টিতে যারা হুল্লোড় করছেন, তারা কেউ মাস্ক পরেননি৷
উহানে লকডাউন তোলা হয়েছে এপ্রিল মাসে। গত মে মাসের মাঝামাঝি থেকে হুবেই প্রদেশের রাজধানী উহানে নতুন করে করোনা আক্রান্তের কোনও খবর নেই। স্থানীয় পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সেখানে ৪০০টি পর্যটন স্থলে ফ্রি এন্ট্রি করা হয়েছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।