জুমবাংলা ডেস্ক : ব্যবসা-বাণিজ্য, দোকান, শপিংমল সীমিত পরিসরে খুলে দেওয়ায় করোনার বিস্তার রোধে মানুষকে বিধিনিষেধ মেনে চলতে বাধ্য করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে এই অনুশাসন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনাভাইরাস নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে। আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। পার্টিকুলারলি (বিশেষভাবে) সরকার কিছু কিছু জায়গা ওপেন (খুলে) করে দিয়েছে। এখানে সরকারি পক্ষ থেকে বিভিন্ন এজেন্সিকে খুব স্ট্রিক ভিউতে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনসাধরণকে কো-অপারেশন দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, এ জিনিসটা বুঝতে হবে যে, এটা একটা মহামারী এবং কমিউনিটির দিকটায় খুব গুরুত্ব দিতে হবে। কারণ জনসাধারণ যদি এ বিষয়ে সম্পৃক্ত না হন এবং তারা যদি কো-অপারেট না করেন, তারা যদি নিজেরা সোশ্যাল ডিসট্যান্সিং যেটা আছে বা সেলফ কোয়ারেন্টিন আছে- এগুলো যদি যথাযথভাবে মেনে না চলার চেষ্টা করেন, তাহলে কিন্তু করোনাকে নিয়ন্ত্রণে রাখা দুষ্কর হবে।
তিনি আরো বলেন, সেজন্য মন্ত্রিসভা থেকে সর্বসাধারণের কাছে আহ্বান জানানো হয়েছে সরকারি কর্মচারী বা দায়িত্ব-কর্তব্যে যারা আছেন, তারা তো তাদের স্ট্রিক্ট ভিউতে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মন্ত্রিপরিষদ আশা করে জনসাধারণ… বাই দিস টাইম অলরেডি একটা সচেতনতা ডেভেলপ করেছে, সেটা একটু যথাসাধ্য অ্যাপ্লাই করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



