আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনা পরিস্থিতি নিয়ে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ট্রুডোকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে মুসলিমদের কষ্টের কথা জানান তিনি। এ ছাড়া দুই নেতার মধ্যে দেশ দুটির অন্যান্য পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয়।

রবিবার রাতে টেলিফোনে এ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানায় পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
আলোচানার সময় মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইমরান খান। তিনি বলেন, মহামারীটি একটি বড় ধরনের বিপর্যয়, ফলে আরও ঘনিষ্ঠভাবে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
জি-২০ ত্রাণ তালিকায় পাকিস্তানের নাম অন্তর্ভুক্তিতে সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে ভারতে মুমলিমদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। এ সময় তিনি কানাডিয়ান প্রধানমন্ত্রীর কাছে করোনা পরিস্থিতে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরেন। যোগাযোগের সীমাবদ্ধতা, চিকিৎসার অভাব ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে সেখানে কঠিন সময় পার করছেন কাশ্মীরিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



