Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চট্টগ্রামে করোনার প্রতিষেধক বিক্রির নামে প্রতারণার অভিযোগে বিশ্বজিৎ আচার্য (৪২) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে র্যাব।
বুধবার সকালে নগরীর কর্নেলহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিশ্বজিৎ আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ভাস্কর আচার্যের ছেলে।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান, দোকানের সামনে ব্যানার টানিয়ে করোনার প্রতিষেধক দাবি করে ভুয়া ওষুধ বিক্রি করছিলেন বিশ্বজিৎ। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।