স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের জিনান শহরে চিকিৎসা নিচ্ছিলেন বেলজিয়ান তারকা ফুটবলার মারুয়ান ফেলাইনি। চীনের হাসপাতালের বেডে তিন সপ্তাহ কাটানোর পর প্রাণঘাতী এই ভাইরাসকে হারিয়ে অবশেষে ঘরে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার।
চীনা সুপার লিগ ক্লাবটি এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে জানায়, ফেলাইনির মেডিকেল চেক-আপ করা হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিয়েছে।
ফেলাইনি সুস্থ হলেও এখনই ঘরের বাইরে অনুশীলন করার অনুমতি নেই তার। অনুমতি নেই বাইরে বেড়ানোরও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৪ দিন নিয়ম মেনে গৃহবন্দী থাকতে হবে তাকে।
এদিকে চিকিৎসাধীন সময় হাসপাতালে একেবারে শুয়ে বসে কাটেনি ফেলাইনির সময়। নিজেকে ফিট রাখতে একাকী অনুশীলন করে গেছেন। নিজের অনুশীলনের ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য নিয়মিত দিয়ে গেছেন ভক্ত সমর্থকদের।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.