বিনোদন ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এরই মধ্যে সেখানে হতাহত হয়েছে বহু মানুষ। গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে দেশটিতে বিরাজ করছে ভয়ঙ্কর পরিস্থিতি। আকাশে-বাতাসে বারুদের গন্ধ আর চারদিকে প্রাণে বাঁচার হাহাকার, আর্তনাদ।
রুশ বাহিনীর হামলায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ইউক্রেনে বসবাসকারী দুই ভারতীয় শিক্ষার্থী। এখনও সেখানে আটকে রয়েছেন আরও হাজারো শিক্ষার্থী। প্রাণ বাঁচাতে বাঙ্কারে কোনওমতে মাথা গুঁজে আছেন তারা। প্রহর গুনছেন স্বদেশে ফেরার।
এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত শহর ছাড়তে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন তাদের। এমতাবস্থায় ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের ‘ত্রাতা’ হিসেবে অবতরণ করলেন জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। করোনা মহামারী পরিস্থিতিতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি, ঠিক সেভাবেই আবারও নিজের টিমের সাহায্যে বহু ভারতীয় শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন মায়ের কোলে।
ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীরা যখন দেশে ফিরলেন, “তারপরই এক টুইট করেন অভিনেতা। সংশ্লিষ্ট টুইটে সোনু লেখেন, ইউক্রেনে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ কঠিন সময়। আর তাদের দেশে ফেরানোই সম্ভবত আমার জীবনের প্রথম কঠিন কাজ ছিল। ভাগ্যের জোরে বেশ কিছু শিক্ষার্থীকে সুরক্ষিতভাবে সীমান্ত পার হতে সাহায্য করতে পেরেছি। এখনও চেষ্টা করে যাচ্ছি। ওদের খুব প্রয়োজন আমাদের। ধন্যবাদ। জয় হিন্দ।”
ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে যে দুটি সংস্থার পক্ষ থেকে সহায়তা পেয়েছেন সোনু সুদ। তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।