আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রকোপের মধ্যেই ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও সাতজন।
স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর। তিনি জানান, শুক্রবার ভোরে তেহরানের পূর্বাঞ্চলে ভূমিকম্পের সময় পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
তেহরানের এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন মধ্যরাতে রাস্তায় নেমে এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একজন স্থানীয় ব্যক্তি জানিয়েছেন বেশ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় দামাভান্দ শহর। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২ মাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



