স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে যখন কোটি কোটি মানুষ চাকরি হারাচ্ছে, তখন নতুন চাকরি জুটিয়ে ফেলেছেন বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। কোনো সাবেক কোচ নিয়ে এতটা আলোচনা না হলেও এই দুই দেশের ক্রিকেটে হাথুরু আরও অনেকদিন আলোচিত থাকবেন তার নাটকীয় কোচিং ক্যারিয়ারের জন্য। এখন আবারও তিনি ব্যাটিং কোচ হয়েছেন সাবেক দলের।
চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে তাকে ছাঁটাই করা হয়। এ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তারপর বেশ কিছুদিন বেকার ছিলেন চন্দিকা হাথুরুসিংহে। করোনার কারণে সারাবিশ্বে ক্রিকেটও বন্ধ ছিল এতদিন। ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতেই তার বেকারত্ব ঘুচে গেছে। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাথুরুকে। ২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে হাথুরু এই ক্লাবটিরই সহকারী কোচ ছিলেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেট নিউ সাউথ ওয়েলস বরাবরই শক্তিশালী দল। হাথুরু ২০১১ সালে প্রথম যোগ দিয়েছিলেন এই দলে। কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বও পালন করেন। চলতি মৌসুমে এই দলের জন্য বেশ শক্তিশালী কোচিং স্টাফ সাজানো হচ্ছে। নতুন চাকরি পেয়ে খুশি হাথুরুসিংহে বলেছেন, ‘আমার অভিজ্ঞতায় অন্যতম সেরা কাজের পরিবেশ ছিল নিউ সাউথ ওয়েলসে। সবচেয়ে ভালো দিক হলো এই রাজ্যে সব সময় অসংখ্য প্রতিভা উঠে আসে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।