বিনোদন ডেস্ক : সংগীত পরিচালক ও শিল্পী নকীব খান করোনায় আক্রান্ত হয়েছেন। চার দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার পর ১২ নভেম্বর করোনা টেস্ট করালে ফল পজিটিভ আসে। নকীব খান এখন বাড়িতেই আইসোলেশনে আছেন বলে জানান এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
তিনি বলেন, ‘আমি নিয়মিত নকীব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি। ১৩ নভেম্বর ফল হাতে পাওয়ার পর একটু ঘাবড়ে গিয়েছিলেন। তবে গতকাল দুপুরে তাঁর সঙ্গে কথা বলে দেখলাম সাহস ফিরে পেয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে। চিন্তার কিছু নেই বলে জানান ডাক্তার।’ এদিকে নকীব খানের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি কেউ ধরেনি।
নকীব খান দেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গান গাওয়ার পাশাপাশি সুরকার, গীতিকার হিসেবেও তিনি সমাদৃত। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- নিজের কণ্ঠে ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ক্লোজআপ ওয়ান থিম সং ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।