Advertisement
জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে বেচাকেনা করায় সোহাগ মোল্যা (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আতিকুল ইসলাম এ জরিমানা করেন।
সোহাগ রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী ও একই গ্রামের ডা. বিল্লাল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আতিকুল ইসলাম জানান, রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী সোহাগ মোল্যা করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে কেনাবেচা করছিলেন। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে প্রচলিত আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত ওই ব্যবসায়ীকে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।