জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমি করোনার নমুনা দিয়েছিলাম, সোমবার (২২ জুন) দুপুরে জানানো হয়েছে আমার পজেটিভ। আমি সুস্থ আছি, ভালো আছি। আমার তেমন কোনো উপসর্গ নেই।’
তিনি জানান, স্ত্রী ও দুই সন্তানের নমুনা আজকে সংগ্রহ করা হয়েছে। আগামী দুদিন পরে রেজাল্ট দেয়া হবে। আমিনুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হাজি মকবুল হোসেন ও কার্যনির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথমে করোনা শনাক্ত হলেও পরে নেগেটিভ রিপোর্ট আসে। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন সুস্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।