আন্তর্জাতিক ডেস্ক : করোনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা মারা গেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রয়াত ৭১ বছর বয়সী মোহাম্মদ মীরমোহাম্মদী খামেনির যৌক্তিকতা পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদটি সর্বোচ্চ নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেয়।
করোনাভাইরাস নিয়ে সরকারের টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার এবং উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচিও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেই বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৪২৯৫ জন। অপরদিকে ৬৬ হাজার ৬১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।