জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীতে প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আইডিসিআর এর বরাত দিয়ে নরসিংদী সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পুরানচর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে আমির হোসেন।

আমির হোসেনের পরিবারের সদস্যরা জানান, করোনার প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই ব্যক্তি ১৭ এপ্রিল নিজ উদ্যোগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৮ এপ্রিল তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইডিসিআর এ পাঠায়। ১৯ এপ্রিল রোববার তার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে এবং তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে ঘোষণা করে। মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
এই ঘটনায় মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


