জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪৫ বছর বয়সী নেকাব্বর হোসেনের (৪৫) মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের হালিশহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব বলেন, শুক্রবার ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তার তীব্র শ্বাসকষ্ট ছিল। তাকে হাসপাতালে আনার পরই আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ জানান, অসুস্থ কনস্টেবল নেকাব্বরকে ১৪ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৮ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ২২ মে তার করোনা রির্পোট পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হলে শুক্রবার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ পর্যন্ত সিএমপির দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।