জুমবাংলা ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান। শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন তিনি।
ডা. গাজী জহির হাসানের সহপাঠিদের সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়াসহ নানা জটিলতা দেখা দেয় তার। অবস্থার অবনতির কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। একাধিকবার তার কিডনি ডায়ালিসিস করতে হয়। শেষ পর্যায়ে তিনি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে ছিলেন।
গত রাত সোয়া একটার দিকে ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।
আজ শুক্রবার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের দোহারর উপজেলায় জয়পাড়ায় তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
অধ্যাপক গাজী জহির হাসান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং বিএসএমএমইউ থেকে পেডিয়াট্রিক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
অধ্যাপক গাজী জহির হাসানকে নিয়ে দেশে কমপক্ষে ২৪ জন চিকিৎসকের মৃত্যূ হয়েছে করোনাভাইরাসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।