জুমবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৭৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭৬ জনের করোনা। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭২ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
এদিকে, মৃত ৩১ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। এখন পর্যন্ত মোট মৃত পুরুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮৬ জন। আর নারী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৭ জন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।