জুমবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফন করাতেন রফিকুল ইসলাম (৪৫)। এমন মহৎ কাজের কারণে চাঁদপুর জেলায় তিনি প্রশংসায় ভেসেছিলেন।
সেই রফিক এবার করোনায় আক্রান্ত হয়ে রবিবার (৩১ মে) দুপুরে নিজ বাড়িতে জিকির করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দুজন মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হাজীগঞ্জ বাজারে সাইমুম ট্রেইলার্সের মালিক রফিকুল ইসলাম। নানা সামাজিক কাজে এগিয়ে থাকার কারণে যাকে এলাকার সবাই রফিক ভাই নামে ডাকতেন। এ করোনা কালেও মৃতদের দাফন কাফনের জন্য ১১ জনের স্বেচ্ছাসেবী দল গঠন করেন তিনি। শনিবার হাজীগঞ্জ বাজারে ছেলে নিয়ে গিয়ে অনেকের সঙ্গে দেখা করেন রফিক। তখনই অনেকের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চান রফিক ইসলাম। রোববার দুপুরে নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভার বিলবাড়িয়াতে জিকির আসকার করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
হাজীগঞ্জের স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত জানান, ওই ১১ জনের স্বেচ্ছাসেবী দল গঠনে রফিকুল ইসলামের সঙ্গে তিনি নিজেও সহযোগিতা করেন। সিফাত বলেন, এ পর্যন্ত তাদের প্রিয় রফিক ভাই, জেলার বিভিন্নস্থানে করোনায় মারা যাওয়া ১০ জনের মরদেহ দাফন করেছেন। সিফাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রিয় মানুষটির মৃত্যুর সংবাদে তিনি নিজেও এখন অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন মারা গেছেন। এদের একজন হাজীগঞ্জে সাতবাড়িয়া গ্রামের এবং অন্যজন একই উপজেলার।
চাঁদপুরে করোনাবিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদৌলা রুবেল জানান, মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।
অন্যদিকে চাঁদপুরে এ পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ১৫ জন। আর এখনো নমুনার রিপোর্ট আসেনি এমন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। এছাড়া করোনা পজিটিভ রোগী আছেন প্রায় ২০০ জনের মতো।
চাঁদপুরে করোনায় এভাবে একের পর এক মৃত্যুর মিছিল চলতে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। তারমেধ্যে লকডাউন ভেঙে সরকারি সিদ্ধান্তে মানুষজন সেই আগের মতো জীবনযাপন শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।