আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় আরও এক ধাপ ওপরে উঠে আসলো ব্রাজিল। সবশেষ চব্বিশ ঘণ্টায় নয়শো ছাড়ানো মৃত্যুসহ দেশটিতে মোট মৃত্যু ৪১ হাজার ছাড়িয়েছে। তাতে এই তালিকায় যুক্তরাজ্যকে টপকে দ্বিতীয়স্থানে চলে এসেছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটি।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯০৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৮ জন।
তাতে মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে ব্রাজিল। তালিকায় দেশটির উত্থানে দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে নেমে এসেছে যুক্তরাজ্য। ইউরোপের দেশটিতে মোট মৃত্যু ৪১ হাজার ৫০০। বড় ব্যবধানে এই তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।
আক্রান্তের সংখ্যাও বেড়েছে ব্রাজিলে। ৮ লাখ ২৮ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে প্রায় ২১ কোটি মানুষের দেশ। আক্রান্তের তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র, ২০ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে রাশিয়া, ৫ লাখ ১০ হাজার।
ব্রাজিল করোনাভাইরাস সংক্রমণের বর্তমান হটস্পটে পরিণত হলেও তাতে এখন পর্যন্ত গা নেই দেশটির অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। শুরু থেকেই এটাকে ‘সামান্য ফ্লু’ জাতীয় রোগ বলে আসছেন তিনি। লকডাউনের মতো পদক্ষেপেরও ঘোর বিরোধী বোলসোনারো।
করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যু যে পরিসংখ্যান সংবাদমাধ্যমে আসছে তা প্রকৃত চিত্র নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশটিতে প্রকৃত চিত্র আরও ভয়াবহ। পরীক্ষার সংখ্যা বাড়ানো হলে আক্রান্তের সংখ্যাটা ১৫ গুণ পর্যন্ত বাড়তে পারে বলে তাদের ধারণা।
এদিকে, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। দেশগুলোতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। পরিসংখ্যান বলছে, এই অঞ্চলে করোনা পরিস্থিতি কমার তেমন কোনো লক্ষণ নেই।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।