জুমবাংলা ডেস্ক : যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এখনও কাজ করছেন; তাদের কারও কোভিড-১৯ শনাক্ত অর্থাৎ আক্রান্ত হলে তারা স্বাস্থ্যবিমার আওতায় ৫ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর যদি কেউ দুর্ভাগ্যবশত মারা যান, তাকে বিশেষ অনুদান হিসেবে ওই স্বাস্থ্যবিমার ৫ গুণ অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে দেয়া হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
করোনাভাইরাসের মধ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে দায়িত্ব পালন করছেন ব্যাংকাররা।
তাদের নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ স্বাস্থ্যবিমা সুবিধা এবং বিশেষ অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এই প্রজ্ঞাপনের চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ‘‘সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে কেউ কোভিডে আক্রান্ত হলে পদমর্যাদার ভিত্তিতে তাদের ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা নিশ্চিত করতে হবে। আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সেই অর্থ পরিশোধ করবে ব্যাংক। পাশাপাশি তার সার্বিক চিকিৎসার ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।
সাধারণ ছুটির সময় দায়িত্ব পালনের কারণে কোভিড আক্রান্ত হওয়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে কোনও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু ঘটলে বিশেষ স্বাস্থ্যবিমার জন্য নির্ধারিত অঙ্কের ৫ গুণ বিশেষ অনুদান হিসেবে তার পরিবারকে দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক তার অন্য কোনও দায়-দেনার সাথে বিশেষ অনুদান সমন্বয় করতে পারবে না।
ব্যাংকের বিদ্যমান নীতিমালার আওতায় অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও যথানিয়মে প্রদান করতে হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News , Twitter(X) , Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel