আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় স্কুল শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। ১৪৪১ হিজরি শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে থাকা শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ করা হবে। তবে বেসরকারি আন্তর্জাতিক স্কুল ও বিদেশি স্কুলগুলো তাদের শিক্ষার্থীদের উত্তীর্ণের ব্যাপারে চাইলে যথাযথ পদক্ষেপ নিতে পারবে।
শিক্ষামন্ত্রী ড. হামাদ আল শেইখ জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যতিক্রমী পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের চেষ্টার অংশ এটি। দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষক ও প্রশাসকদের আপ্রাণ চেষ্টায় সিলেবাস শেষ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগ পর্যন্ত দূরশিক্ষণ ব্যবস্থা চালু থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



