ঢাকায় যাত্রা শুরু করলো আরও একটি পাঁচ তারকা মানের হোটেল। নতুন এই হোটেলটির নাম হচ্ছে মাল্টি পারপাস হল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল)। আন্তর্জাতিক মানের এ কনভেনশন সেন্টারটি ঢাকার মিরপুরে অবস্থিত। পূর্বে এ জায়গায় ছিল টেকনিক্যাল এশিয়া সিনেমা হল। সেটিকেই কনভেনশন সেন্টার হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রদীপ সান্যাল বলেন, ‘একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজের আন্তরিক উদ্যোগে দীর্ঘ প্রায় ২ বছর প্রয়োজনীয় বিনির্মাণ কাজ সম্পন্ন করে ৫ তারকা মানের আসবাব, লিলেন, সাউন্ড, লাইট, কিচেন, লন্ড্রি, বেকারি বিদেশ হতে আমদানি করে বিদেশি দক্ষ জনবল দিয়ে সম্পন্ন করে প্রায় ২০ হাজার বর্গফুটের মিলনস্থলটি ঢাকার অভিজাত পরিবার সমূহ এবং কর্পোরেট ইভেন্ট এর জন্য অপরূপ সাজে সেজেছে।’
উদ্যোক্তা গ্রুপের সিওও শামীম বিল্লাহ বলেন, ‘এটি একটি ইউনিক ভেনু যা গতানুগতিকতা থেকে স্বকীয়। আইসিসিএলের কিচেনটি আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত, এমনকি ডিশ ওয়াশ, মাংস কাটাসহ সব যন্ত্রপাতি অটোমেশন করা। ফলে এটি শতভাগ কমপ্লায়েন্স অনুসরণ করে হাইজেনিক ও নিরাপদ কিচেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।