জুমবাংলা ডেস্ক: করোনাকালীন সময়ে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী।
এরই ধারাবাহিকতায় আজ (২ মে) বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকা কর্তৃক ঘাঁটির পাশ্ববর্তী এলাকায় বসবাসরত ৫০৮টি দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশাসনিক শাখার অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল কর্তৃক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের সময় ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
করোনা মহামারী চলাকালীন সময়ে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। -আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


