জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কর্মীদের প্রতি বিএনপি নেতাদের নির্দেশ-বাসে আগুন লাগাতে হবে। পরিবহনে আগুন দেওয়ার পর (ছবি/ভিডিও) তাদের বড় ভাইদের পাঠাতে হয়। সেই নেতারা আবার তাদের বড় ভাইদের কাছে এসব (প্রমাণ) পাঠায়।
সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। এ নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মাহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাসে আগুন দেওয়ার সময় গ্রেপ্তার হওয়া যুবদলের চার নেতা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোঃ দুলু (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮), মোঃ আব্বাস আলী (৩২), মোঃ আব্দুল লতিফ বিপ্লব (৩৩)।
ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তার হওয়া যুবদলের চার নেতা এর আগে কোথাও আগুন লাগিয়েছে কি না তা রিমান্ড শেষে জানা যাবে। তাদের সাথে আরও কে কে জড়িত তা জেনে সবাইকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার হওয়া সবাই যুবদলের নেতা বলে স্বীকার করেছেন। তাদের পদ-পদবিও আছে। তারা যে আগুন লাগিয়েছে তা অন্যান্য নেতাদের ছবি তুলে পাঠিয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে যুবদলের নেতা আবু সাইদ মিন্টুকে গ্রেপ্তার করার পর আমাদের কাছে এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে- যুবদলের নেতারাই এসব ককটেল বানাচ্ছে। কুমিল্লা এবং সীতাকুণ্ড থেকে তারা এসব ককটেলের উপাদান নিয়ে আসে। এসবের জন্য টাকা দেয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
হারুন অর রশীদ বলেন, ঢাকা শহরের বিচ্ছিন্ন একটি জায়গায় ককটেল নিক্ষেপ করা বা একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টা জনমনে তেমন প্রভাব পড়ে না। সাময়িকভাবে হয়তো একটা প্রভাব পড়ে। এই কারণেই দেখা যাচ্ছে অবরোধেও ঢাকা শহরে যানজট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।