
জুমবাংলা ডেস্ক: বিমানে হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আজ রবিবার ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার পথে বিমানের মধ্যেই ঘটনাটি ঘটে।
Advertisement
একজন কর্মকর্তা জানিয়েছেন, মাঝ আকাশে স্পাইসজেটের ৬২৩ বিমানে শ্বাসকষ্ট শুরু হয় ৪৮ বছর বয়সী অশোক কুমার শর্মার। সঙ্গে সঙ্গে বিমানটি ভুবনেশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা জানান, সকাল সোয়া ১১টা নাগাদ বিমানটি ভুবনেশ্বরে অবতরণ করে। অসুস্থ যাত্রীকে সঙ্গে সঙ্গে টার্মিনাল ১ মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানবন্দরের অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় অ্যাপোলো হাসপাতালে।
রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর ডা. রথ অশোক কুমার শর্মাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


