কলকাতার কাছে পাঞ্জাবের শোচনীয় হার

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ৩ এপ্রিল (শুক্রবার) একমাত্র ম্যাচে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে পাঞ্জাব। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কলকাতা।

কলকাতার হয়ে লিন ২২ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৬, উথাপ্পা ২২, রাসেল ২৪ রান করে ফেরেন। অন্যদিকে শুভমান ৪৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৫ ও ৯ বলে ২ চার ও ১ ছয়ে ২১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে পাঞ্জাবের হয়ে গেইল ১৪, মায়াঙ্ক ৩৬, পুরান ৪৮, মানদীপ ২৫ রান করেন। অন্যদিকে স্যাম কারান ২৪ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন। কলকাতার হয়ে সন্দীপ ওয়ারিওর ২টি, গার্নি, রাসেল ও রানা ২টি করে উইকেট শিকার করেন।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ক্রিস লিন, শুভমান গিল, আন্দ্রে রাসেল, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নীতিশ রানা, সুনীল নারিন, পীয়ূষ চাওলা, হ্যারি গার্নি, রিংকু সিং, সন্দীপ ওয়ারিওর।

কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ: লুকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, সীমরান সিং (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), স্যাম কুরান, আর্শদীপ সিং, মুরুগান অশ্বিন, মোহম্মদ শামি, অ্যান্ড্রু টাই।