কলকাতার নামী মডেলে মন মজেছে সৃজিতের, একসঙ্গে ‘দার্জিলিং জমজমাট’ দু’জনের

মুনমুনের সাথে সৃজিত। (ছবি-সংগৃহিত)

মুনমুনের সাথে সৃজিত। (ছবি-সংগৃহিত)

বিনোদন ডেস্ক : শৈল শহরে ‘দার্জিলিং জমজমাট’এর শ্যুটে ব্যস্ত ছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। তার মাঝেই খবর আসছে কলকাতার এক নামী মডেলে মজেছেন ‘ফেলুদা সিরিজ’-এর এই পরিচালক। তাঁরই পরিচালনায় নাকি রুপোলি পরদায় পথ চলা শুরু করবেন ওই কন্যে। নাম মুনমুন রায়। এমনকী মুনমুনের সাথে সৃজিতের ছবিও ভাইরাল হয়েছে।

একাধিক বড় সংস্থার বিজ্ঞাপনে, মডেল দুনিয়ার র‌্যাম্পে হেঁটেছেন মুনমুন। তবে অভিনয় এই প্রথম। পরিচালক সৃজিৎ বা ‘ফেলুদা’ টোটা এই নিয়ে মুখ খুলতে চাননি। তবে টলিপাড়ার ফিসফাস তিনিই সৃজিতের নবতম আবিষ্কার। আপাতত এসভিএফ-র সাথেই চুক্তিতে আছেন।

সৃজিৎ নিজের প্রোফাইলে যে র‌্যাপআপ সেলফিটি শেয়ার করেছেন তাতেও দেখা গিয়েছে ক্যামেরার একদম সামনেই মুনমুন। সেই ছবির ক্যাপশনে সৃজিৎ লিখেছেন, ‘ভালোই চেষ্টা করেছি করার। রোজ কাঠিকে চপস্টিক বানিয়ে চাইনিজ খাওয়ার চেষ্টা করেছি। আর সবার হাতে স্ন্যাক্স তুলে দেওয়ার দায়িত্বটাও পালন করেছি। ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ১-র শ্যুট শেষ। গোটা টিমকে শুভেচ্ছা, ভালো কাজ হয়েছে।’

প্রসঙ্গত, ‘ফেলুদা সিরিজ’-এ টোটা ফেলুদার দুই শাগরেদ তোপসে এবং লালমোহন গঙ্গোপাধ্যায় হয়েছেন যথাক্রমে কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও আছেন বরুণ চন্দ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যরা। সাথে মুনমুন তো থাকলই!

‘মহব্বতে’ সিনেমার সেই প্রীতিকে মনে আছে?বর্তমান চেহারা দেখলে চোখ ফেরাতে পারবেন না