কলকাতার বিপক্ষে আইপিএলে শচীনপুত্রের অভিষেক

অর্জুন

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরে অভিষেক হয়ে গেল কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন মাঠে নেমেছেন। বাবা বিখ্যাত ব্যাটার হলেও ছেলে হয়েছেন পেসার।
অর্জুন
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করান আজকের ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার মাত্র ৫ রান দেন। কোনো বাউন্ডারি হজম করেননি। উল্লেখ্য, নিলামের শেষ মুহূর্তে অর্জুনকে কিনেছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দেখার তিনি কী প্রতিদান দেন।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে আজও সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে লিটন কুমার দাসকে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে কলকাতা। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা মুম্বাই তিন ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে।

আজও কলকাতার একাদশে জায়গা হয়নি লিটনের