কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহীসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সাতেনা জানায়, তাদের একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের বিমান ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরে একটি পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
বিমানটিতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন সংসদ সদস্য দিওহেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচন উপলক্ষে প্রার্থী কার্লোস সালসেদো।
বিমান সংস্থার তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭:০৫) ভেনেজুয়েলা সীমান্তের কাছে অবস্থিত ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল। তবে অবতরণের প্রায় ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে বিমানটি উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুতা থেকে যাত্রা শুরু করে, যা ওকানিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
দুর্ঘটনার পরপরই পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয় এবং নিহতদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়। স্থানীয় গণমাধ্যম সেমানা-কে নর্তে দে সান্তান্দের বিভাগের গভর্নর উইলিয়াম ভিল্লামিসার জানান, এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীও উদ্ধার তৎপরতায় সহায়তা করছে। উল্লেখ্য, যে এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছিল, সেখানে বিদ্রোহী সংগঠন ইএলএন (ELN)-এর নিয়ন্ত্রণাধীন অঞ্চল রয়েছে।
এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শোক প্রকাশ করে বলেন, এই মৃত্যুগুলোর জন্য আমি গভীরভাবে দুঃখিত।
সংসদ সদস্য দিওহেনেস কুইন্তেরোর মৃত্যুর বিষয়টি তার ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে। সেখানে তাকে এমন একজন মানুষ হিসেবে বর্ণনা করা হয়, যিনি সারাজীবন সবচেয়ে বেশি প্রয়োজন থাকা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, কুইন্তেরো কলম্বিয়ার সংসদের সেই ১৬টি আসনের একটির প্রতিনিধি ছিলেন, যা বরাদ্দ রয়েছে মার্ক্সবাদী বিদ্রোহী সংগঠন ফার্ক ও কলম্বিয়ান রাষ্ট্রের মধ্যকার দীর্ঘ সংঘাতের ভুক্তভোগীদের প্রতিনিধিত্ব করার জন্য।
সূত্র- বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


