
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় জাতিসংঘ শান্তি প্রক্রিয়া মনিটরিং মিশনের মেয়াদ অক্টোবরের শেষ নাগাদ বাড়ানো হয়েছে। নিরাপত্তা পরিষদ মঙ্গলবার এ বিষয়ে সর্বসম্মত একটি প্রস্তাব গ্রহণ করে।
বলা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে স্পেশাল জুরিডিকশান অব পিস (জেইপি) আরো জোরদার হবে। গত ছয় দশকের সশস্ত্র সংঘাতকালে লড়াইকারীদের বড় ধরনের অপরাধের বিচার করার লক্ষ্যে ২০১৭ সালে এই জেইপিট্রাইব্যুনাল গঠন করা হয়।
একটি কূটনৈতিক সূত্র বলছে, ২০২২ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুনরায় নবায়ন এড়ানোর লক্ষ্যে শান্তি মিশনের মেয়াদ পুরো বছর না করে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দাককে টেলিফোনে শান্তি রক্ষায় সংস্থার পূর্ণ সহযোগিতার বিষয়টি পূর্নব্যক্ত করেছেন বলে তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।