আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় ধর্ষণ ও শিশু হত্যায় যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ইভান দাক বুধবার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ধর্ষক ও শিশুহত্যাকারীর জন্যে এই আইন প্রণয়ন করেন।
তিনি বলেন, যে সব লোক শিশুদের কোমলতা, সরলতা ও নীতিকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের কলম্বিয়া আজ না বলেছে। কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ১৮ বছরের নীচের প্রায় দ’ুটি শিশু খুন হচ্ছে।
ফরেনসিক কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালে ১৮ বছরের নীচের ২২ হাজারেরও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার এবং ৭০৮ জন সহিংসতায় মারা গেছে।
এদিকে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সাড়ে ছয় হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে ।
কলম্বিয়ার সংবিধানে যাবজ্জীবন কারাদান্ডের বিধান ছিল না। এখন তা অন্তর্ভূক্ত করা হয়েছে। এদিকে বিরোধী রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ আইনের সমালোচনা করে বলছেন, শাস্তি বাড়িয়ে অপরাধ কমানো যাবে না। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।