জুমবাংলা ডেস্ক : রাজধানীর ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের হিসাবরক্ষক মোঃ আকরাম মিয়ার বিরুদ্ধে ২৪ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে দুদকের উপপরিচালক শারিকা ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের এজাহারে বলা হয়েছে, আকরাম মিয়া ২০১০ সালে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে যোগ দেন। তিনি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখ ৭৩ হাজার টাকা বেতন হিসেবে আয় করেছেন। কিন্তু বেসিক ব্যাংক লিমিটেডের মাতুয়াইল শাখায় ৫টি এফডিআর হিসাবে তার নামে ২৪ কোটি ২৯ লাখ টাকা গচ্ছিত আছে। এ টাকা তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, এ টাকা মাহবুবুর রহমান মোল্লা কলেজের।
আকরাম মিয়ার নামে কলেজের কোনো টাকা জমা আছে কিনা জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে প্রথমবার গত ২২ মে ও দ্বিতীয়বার ৬ জুন নোটিশ পাঠানো হলে কলেজ কর্তৃপক্ষ কোনো তথ্য বা রেকর্ড প্রদান করতে পারেনি।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, বেসিক ব্যাংক ডেমরার মাতুয়াইল শাখায় আকরাম মিয়ার অ্যাকাউন্টে ২৪ কোটি ২৯ লাখ টাকার সন্ধান পেয়ে ২০২২ সালের মাঝামাঝি সে অ্যাকাউন্টটি ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।
গত সেপ্টেম্বর মাসে আকরাম মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই টাকার কথা স্বীকার করলেও তার মালিক নিজে নন বলে জানান। কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমানের নির্দেশে ওই টাকা তার হিসাবে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহাবুবুর রহমান মোল্লা মুঠো ফোনে বলেন, ‘আসলে ওই ২৪ কোটি ২৯ লাখ টাকা অবৈধ সম্পদ নয়। ওই টাকাগুলো রাখা হয়েছিল এলাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করার লক্ষ্যে । এ টাকার বিষয়ে গত মাসে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন কলেজের টাকা কলেজের অ্যাকাউন্টে রাখার জন্য।’
‘মরণ সাগরপারে তোমরা অমর’- প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।