‘কষ্ট করে ছেলেকে বড় করেছি, এখন আমাদের শুধু মারধর করে’

জুমবাংলা ডেস্ক : ‘বাবা আমি আমার ছেলেকে টাকা না দিলে আমাকে এবং আমার স্ত্রীকে শুধু মারধর করে। অনেক দিন ধরে এভাবে আমাদের মারধর করে আসতেছে। আমি কেন জমি তার নামে লিখে দেই না, এ কারণে আমাদের বিভিন্ন সময় মারধর করে। যদি এসবের প্রতিবাদ করি বা কারো কাছে বিচার দেই তাহলে আমাকে আরও ভয় দেখায়। বলে এক সময় বের হলে তখন তোদের মারতে মারতে মেরে ফেলব। যে সন্তানকে নিজে না খেয়ে, কষ্ট করে তাকে বড় করেছি। আজ সেই সন্তান আমাদের মারধর করছে।’

অসহায়ের মতো কেঁদে কেঁদে প্রতিবেদককে এসব কথা বলেন বৃদ্ধ পিতা জীবন চন্দ্র দাস (৫৮)।

গাজীপুর সদর উপজেলায় বৃদ্ধ বাবাকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ তুলে ছেলে আশিষ কুমার দাসের (২৭) বিরুদ্ধে পিতা জীবন চন্দ্র দাস জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রোববার সকাল ৭টায় সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের (হিন্দুপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জীবন চন্দ্র দাস স্থানীয় মৃত যুধিষ্ঠির চন্দ্র দাসের ছেলে।

অভিযুক্ত আশিষ কুমার দাসের পিতা জীবন চন্দ্র দাস আরও বলেন, আমার ছেলে বিভিন্ন সময় আমার কাছ থেকে টাকা নিয়ে অবৈধ উপায়ে খরচ করে। টাকা না দিতে চাইলে আমাদের মারপিট করে। সকালে এসে আমার কাছে টাকা চেয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। টাকা না দিলে একপর্যায়ে আমার ওপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারপিটসহ হত্যার চেষ্টায় চেয়ার দিয়ে মাথায় আঘাত করে।

তিনি বলেন, এ সময় মাথায় গুরুতর আঘাত হয়ে রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রীসহ স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বিকালে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।