কাঁচা বাদাম গানে নাচলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সিন্ধু

কাঁচা বাদাম গান

বিনোদন ডেস্ক : ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই বিখ্যাত হয়ে যাওয়া গান। ‘পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটিগোল্ড চেন, দিয়ে যাবেন, সাথে সমান সমান তোমরা বাদাম পাবেন…’। সেই গানে তুমুল নাচছেন যিনি, তাঁর ঝুলিতে রয়েছে জোড়া অলিম্পিক্স পদক! অনুমান করতে পারছেন কিছু?

কাঁচা বাদাম গান

চমকে ওঠার মতোই। ভুবন বাদ্যকরের প্রায় ভুবনবিখ্যাত হয়ে ওঠা গানে পা মেলালেন তিনি। পি ভি সিন্ধু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ব্যাডমিন্টনের মহাতারকা। মুহূর্তে তা ভাইরাল হল। লাইক করলেন সানিয়া মির্জা থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব।

সম্প্রতি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ভুবন বাদ্যকর। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি। সেরে উঠেই ফের বাঁধলেন নতুন গান। বিষয়? নাহ, বাদাম নয়, বরং গাড়ি দুর্ঘটনা। গেয়ে উঠলেন, ‘নতুন গাড়ি.. ড্রাইভার হতে শখ যে করি..’

তাঁর গানের কথা ও গলাই তাঁকে ভাইরাল করে। ধীরে ধীরে পাচ্ছেন শিল্পীর তকমাও। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন ভুবন বাদ্যকর। সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। দিন কয়েক আগে কলকাতার এক পাঁচতারা রেস্তোরাঁয় অনুষ্ঠান করেন তিনি।

হাতের রেখাতেই লুকিয়ে আছে আপনার ভাগ্য

হাজির ছিলেন বাংলা সিনেমা ও টেলিভিশন দুনিয়ার একাধিক পরিচিত মুখ। সকলেই তাঁর গানের সঙ্গে রিল তৈরি করেন সেদিন। আর সকলের মধ্যমণি ছিলেন স্বয়ং বাদামকাকু।

এক গানই যে তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার গান নানা জায়গায় বাজছে। নাইজিরিয়াতেও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভাল লাগছে। বম্বে থেকে ডাক পাচ্ছি। দিল্লি এবং অসম থেকেও ডাকছে।’ কিছুদিনের মধ্যেই মুম্বইতে পাড়ি দিচ্ছেন ভুবন। ভিডিওটি দেখতে ক্লিক করুন