বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম গানে নাচলেন কিলি পল, মুহুর্তে ভাইরাল ভিডিও। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ঝড় তুলছেন বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। এবার তাঁর ‘কাঁচা বাদাম’ গান পৌঁছে গেল সূদূর তানজানিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন, কিলি পল। বলিউড গানের প্রতি তানজানিয়ার এই যুবকের ভালোবাসা তো কারুর অজানা নয়, তবে এবার ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে একটি ভিডিও শেয়ার করেছেন কিলি পল। পূর্ব আফ্রিকাতে ভুবন বাদ্যিকর সুপারহিট!
দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। পেটের টানে কাঁচা বাদাম বিক্রি করেন তিনি। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে করতেই গান বেঁধেছেন তিনি। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম…’, মাস কয়েক ধরেই সেই গান হু হু করে ভাইরাল হয়েছে বাংলায়। ভোট প্রচারে, টিভির পর্দায় সর্বত্র দেখা মিলেছে বাদাম কাকুর। এবার ভুবন বাদ্যকরের সেই গানেই নিজের জলওয়া দেখালেন কিলি পল। ইন্টারনেটেই সুবাদেই তারকা হয়ে উঠেছেন দুজনে। তানজানিয়ার রাজধানী দার এস সালামের বাসিন্দা কিলি, পেশায় কৃষক সে।
কিলি পলকে তাঁর অন্যান্য নাচের ভিডিও গুলির মতোই ‘কাঁচা বাদাম’ গানেও সবুজ প্রকৃতির মাঝেই নাচতে দেখা যাচ্ছে। এই ভাইরাল বাংলা গানে তাঁর সাবলীল নাচের ভঙ্গি দর্শকদের নজর কাড়ছে সহজেই। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কাঁচা বাদাম, আমার ক্যামেরাম্যান আজ খুব বাজে ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে’।
এই ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা। বাঙালিরা কেউ কমেন্টে বক্সে কেউ লিখছেন, ‘অসাধারণ’, তো কারুর মন্তব্য, ‘ফাটাফাটি হয়েছে’। এই মুহূর্তে ইনস্টাগ্রামে কিলি পলকে ফলো করে ১৪ লক্ষ নেটিজেন, তাঁদের বেশিরভাগই ভারতীয় তা বলবার অপেক্ষা রাখে না। প্রজাতন্ত্র দিবসেও বোন নিমাকে সঙ্গে নিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করলেন কিলি পল।
ভারতের জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট নাড়তে দেখা গেল তাঁদের। এই ভিডিওতেও কিলি পলকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তাঁর ভারতীয় অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।