কাঁচা বাদাম গানের তালে রিকি পন্ডের ড্যান্স ভাইরাল

কাঁচা বাদাম গান

বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম গানের তালে রিকি পন্ডের ড্যান্স ভাইরাল। রিকি এল পন্ড। রিকির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তার বাড়ি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। তার বিভিন্ন নাচের ভিডিও এরইমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিভিন্ন ভাষার গানেই নাচতে দেখা যায় তাকে। এবার ‌‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল হয়েছেন তিনি। গানটির সঙ্গে নাচার জন্য অনেক অনুরোধ পেয়েছেন বলেও জানিয়েছেন রিকি।

কাঁচা বাদাম গান

নিজের পরিচিতিতে রিকি লিখেছেন, তিনি একজন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি নাচতে ভালোবাসেন। অন্যদেরও উৎসাহিত করেন নিজের কাজের মধ্য দিয়ে। তিনি চার সন্তানের বাবা এবং অসাধারণ স্ত্রীর স্বামী।

উল্লেখ্য, ‘কাঁচা বাদাম’ গান গেয়ে প্রথম ভাইরাল হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। গানটির জন্য রীতিমতো তারকা বনে গেছেন তিনি।