জুমবাংলা ডেস্ক : হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি হলো একদিনে ৩৫ ট্রাকে ৩৫০ মেট্রিক টন কাঁচামরিচ। যা সম্প্রতি সময়ে রেকর্ড পরিমাণ কাঁচামরিচের আমদানি। আমদানি বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম।
একদিনের ব্যবধানে কেজিতে কাঁচামরিচের দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। প্রতিকেজি কাঁচামরিচ বন্দরে পাইকারি বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৭০ থেকে ২০০ টাকা দরে।
অপরদিকে আমদানি কমের অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। রবিবার (৬ অক্টোবর) বিকেলে স্থলবন্দরে গিয়ে এ তথ্য জানা গেছে।
পেঁয়াজ ব্যবসায়ী সেলিম বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন ২ থেকে ৩ গাড়ি পেঁয়াজ কিনলেও আজকে মাত্র এক গাড়ি পেঁয়াজ কিনেছি। কারণ দাম অনেক বেশি। রোববার হিলি স্থলবন্দরে ইন্দ্রজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৮ টাকা কেজি, সাউথ বিক্রি হচ্ছে ৯৬ টাকা। অথচ দুই দিন আগেই হিলি স্থলবন্দরে ইন্দ্রজাতের পেঁয়াজের দাম ছিল ৭৫ টাকা কেজি, সাউথ ছিল ৭৮ টাকা কেজি। ইন্দ্রজাতের পেঁয়াজে বেড়েছে ১৩ টাকা। সাউথ জাতের পেঁয়াজে বেড়েছে কেজিতে ২০ টাকা।’
বন্দরের আরেক পাইকার বলেন, ‘বন্দরে এসেছিলাম পেঁয়াজ কেনার জন্য। গত দুইদিন আগেও ৭৫ টাকা কেজি দরে ইন্দ্র জাতের পেঁয়াজ কিনেছিলাম আজকে সেই পেঁয়াজের দাম চাচ্ছে ৯০ টাকা। এত টাকা দাম বাড়লে কীভাবে কিনবো, আর বিক্রি বা কীভাবে করব। পেঁয়াজ না কিনেই ফেরত যাচ্ছি।’
পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে আমদানিকারক মামুনুর রশিদ লেবু বলেন, ‘পেঁয়াজগুলো মূলত ভারতের নাসিক ইন্দ্র বিভিন্ন প্রদেশ থেকে আমদানি করতে হয়। এখান থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার কিলোমিটার দূরত্ব পথ। বর্তমানে অতিরিক্ত গরম বৈরী আবহাওয়া যার কারণেই চাহিদা তুলনায় পেঁয়াজ আমদানি কম করতে করতে হচ্ছে। তাছাড়া ভারতের মোকামগুলোতে প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়ছে। বেশি দামে পেঁয়াজ কেনার কারণেই বন্দরে দামের প্রভাব পড়ছে। তাছাড়া প্রতি ট্রাক থেকেই ব্যালেন্স বের হয়, যে ব্যালেন্সটা আমাদের কম দামে গুদামে ফ্যানে শুকাইয়ে সেই কম দামেই বিক্রি করতে হয়।’
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের দুই কর্ম দিবসে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ২৫ ট্রাকে ৭০৩ মেট্রিক টন। এ সময় কাঁচা মরিচ আমদানি হয়েছে ৫৯ ট্রাকে ৫৮০ মেট্রিক টন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।