জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। গত চার দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৮০ টাকা। চার দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হলেও গতকাল রবিবার (১৬ জুলাই) বিক্রি হয়েছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে।
একইভাবে দাম কমেছে সজনে ও শসার। ২০০ টাকা কেজির সজনে ১২০ টাতা এবং ৮০ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।
ফুলবাড়ী পৌর বাজারে কাঁচা মরিচ কিনতে আসা পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের শাহিন বিশ্বাস বলেন, ‘ঈদের কয়েক দিন আগে কাঁচা মরিচ কিনেছিলাম ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। যেই ঈদ এলো কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে ২০০ হলো। ঈদের পর একটু করে দাম কমতে শুরু করে। বর্তমানে ১২০ টাকায় নেমেছে। দাম আগের মতো স্বাভাবিক হলে আমাদের জন্য ভালো হয়।’
খুচরা মরিচ বিক্রেতা প্রদীপ প্রসাদ ও সুব্রত কুমার বলেন, ‘কয়েক দিন ধরে দাবদাহ বিরাজ করছে। এতে বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়েছে। এ ছাড়া ঈদের সময় মরিচের চাহিদা বেড়ে যাওয়ায় দাম একটু বেড়েছিল। কিন্তু এখন আগের মতো চাহিদা না থাকাসহ পাইকারি দোকানদারদের কাছে পর্যাপ্ত কাঁচা মরিচ মজুত থাকায় এর দাম ক্রমান্বয়ে কমছে।’
ফুলবাড়ী পাইকারি মরিচ বিক্রেতা আমজাদ হোসেন ও কালুকান্ত দত্ত বলেন, ‘বর্তমানে কাঁচা মরিচ বিভিন্ন এলাকা থেকে আসার কারণে দাম কিছুটা কমেছে। সরবরাহ কম হলেই দাম বাড়তে শুরু করে। আবার সরবরাহ সঠিক থাকলে দামও কমে আসে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।