বিনোদন ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাডুকোন এই মূহুর্তে ব্যস্ত সময় পার করছেন সিনেমার প্রচারণায়। মেঘনা গুলজারের পরবর্তী ছবি ‘ছপাক-এ অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি ১০ জানুয়ারি মুক্তি পাবে।
ছবির প্রচারে রণবীর-পত্নী সম্প্রতি একটি ডান্স রিয়েলিটি শোতে যান। সেখানে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন দীপিকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই শোয়ের প্রতিযোগীরা দীপিকার একের পর এক হিট গানে কোমর দুলিয়েছেন। তার অভিনীত ‘পদ্মাবত’ ছবির ‘ঘুমর’ গানে নাচ শেষ হতেই কেঁদে ফেলেন দীপিকা। দু’হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকেন তিনি। সেই কান্নায় ছিল আবেগের বহিঃপ্রকাশ।
শোতে কান্নার কারণ পরে অবশ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তার গানে নাচের জন্য প্রতিযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এতদিন অনেক শোতে গিয়েছি, কিন্তু এদিন আমার হৃদয়ে যে কী অনুভূতি চলছিল তা বলে বোঝাতে পারব না। প্রতিযোগীদের অনেক ধন্যবাদ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।