স্পোর্টস ডেস্ক : রবিবার (১ সেপ্টেম্বর) ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যামের চলতি আসরের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।
ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ড যুক্তরাষ্ট্রের আর্থার এ্যাশে স্টেডিয়ামে সুইস তারকা স্ট্যানলিস ভাভরিংকার বিপক্ষে মাঠে নামেন জকোভিচ। খেলার শুরু থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন না গত আসরের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।
খেলা শুরুর প্রথম দুই সেটে ৬-৪ ও ৭-৫ পয়েন্টে পিছিয়ে থেকে তৃতীয় সেটে শুরু করলেও বাম কাঁধের ব্যাথা নিয়ে শেষপর্যন্ত আর খেলা শেষ করতে পারেনি জকোভিচ। ফলে খেলা শেষ না করেই তৃতীয় সেটে গেম পয়েন্টে ২-১ এ পিছিয়ে থেকে মাঠ ছাড়েন গতবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও বর্তমান সময়ের এক নম্বর তারকা নোভাক জকোভিচ।
অন্যদিকে ম্যাচ জয়ের নায়ক সুইস তারকা স্ট্যানলিস ভাভরিংকা বলেন, আপনি কখনোই ইনজুরি জনিত ঘটনা নিয়ে এইভাবে খেলা শেষ করতে চাইবেন না। আমি দুঃখিত নোভাক। তুমি সত্যি একজন ভালো বন্ধু আমার।
নোভাক জকোভিচ তার শেষ ৫ গ্রান্ড স্ল্যামে ৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং শেষ ৩৭টি গ্রান্ড স্ল্যাম ম্যাচে ৩৬ টিতেই জয় পান। ম্যাচ শেষে মাঠে দর্শকদের (আমি দুঃখিত) বলে মাঠ ত্যাগ করেন ১৬ বারের এই গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।