জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের রিমান্ডের এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় কাউন্সিলর রাজীবের ১০ দিনের এবং কাউন্সিলর পাগলা মিজানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।
অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত কাউন্সিলর রাজীবের ৪ দিন ও পাগলা মিজানের ৫ দিনের রিমান্ডের ওই আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাউন্সিলর রাজীব ও ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাগলা মিজানের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান দুটি মামলা করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কাউন্সিলর পাগলা মিজানকে র্যাবের একটি বিশেষ টিম গত ১১ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।