কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল এলাকায় নিরাপত্তা জোরদার

জুমবাংলা ডেস্ক : টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা ময়দানে প্রাণহানির ঘটনায় উত্তেজনা দেখা দেয়ায় কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র‍্যাব।

আহতদের চিকিৎসা দেয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। অতর্কিত হামলার নিন্দা জানান আহতরা।

এদিকে তাবলীগ জামাতের জোবায়ের পন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, ওসামা বিন ওয়াসিফ-এর নেতৃত্বে যে হামলা হয়েছে, তার সব সিসিটিভি ফুটেজ আছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা দিলেন অশ্বিন

তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম কাকরাইল মসজিদে দু’পক্ষের মিমাংসার জন্য অবস্থান করছিলেন।

মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মামুনুল হক।