জুমবাংলা ডেস্ক : যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পরীক্ষা করে হয়রানি রোধ করতে জয়পুরহাটে শুরু হলো ই-ট্রাফিকিং ব্যবস্থা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এ সময় মোটরযানের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যে সকল চালকের কাগজপত্র ঠিক পাওয়া যায়, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ। আর যে সব চালকের কাগজপত্র ঠিক নেই, তাদের পজ-মেশিনের মাধ্যমে জরিমানা করা হয়।
এছাড়াও ট্রাফিক আইন বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ. ম আব্দুর রহমান রনি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।