মাহবুব কবির মিলন: কর্ম আমার আপনার, সবার। ফলাফলের জন্য নির্ভর করতে হবে আল্লাহর উপর। ভাল কাজের ভাল, খারাপ কাজের ফল খারাপ হতে পারে। ফল কি দেবেন বা আসবে, তা নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর। সেটা তাঁর ইচ্ছা বা ক্ষমতা। বিষধর সাপের কামড়ের পর আপনি যদি আল্লাহর উপর নির্ভর করে ঘরে বসিয়ে রাখেন রোগীকে, ফল হয়ত খারাপ হবে। যদি হাসপাতালে নিতে দেরি করেন, এন্টি ভেনম দিতে দেরি করেন, ফল হয়ত খারাপ হবে বা হতে বাধ্য। আবার সময়মত সব কিছু হলে অধিকাংশ সাপে কাটা রোগীই ভাল হয়ে যাবে বা যায়। এটাই বিজ্ঞান। আল্লাহ কিন্তু সর্বত্রই আছেন।
যে সাপে কাটা রোগী ঘরে বসে আছেন। যে রোগী সময়মত সব ব্যবস্থা নিয়েছেন। উভয়ের আল্লাহই কিন্তু এক। উভয়ের সাথেই কিন্তু আল্লাহ আছেন।
কাজেই যাঁরা মনে করেন শুধু আল্লাহর উপর ভরসা করলেই কোন ক্ষতি হবে না, আমার কিছুই করা লাগবে না। তাঁরা কিভাবে তা বলেন, সেটা আমার বুঝে আসে না।
একটা কথা মনে রাখবেন, খাইবার বিজয়ের পর এক শত্রুর স্ত্রী যয়নাব বিনতে হারিসের উপহার হিসেবে দেয়া মারাত্মক বিষযুক্ত গোস্ত খেয়ে সেই বিষক্রিয়ায় আমাদের প্রাণ প্রিয় রাসুল (সাঃ) অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতা নিয়েই কিন্তু রাসুল (সাঃ) আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। বিষ তাঁর পবিত্র দেহ মোবারকেও বিষের কাজ করেছিল।
কাজ আমাদের, ফলাফলের ভার আল্লাহর।
মহান আল্লাহর উপর ভরসা করেই আমাদের এগিয়ে যেতে হবে। কোন ভুল, অবহেলা, অবজ্ঞা করা যাবে না। হাতে হাত রেখে, একে অপরের প্রতি সন্মান এবং আস্থা নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে আমাদের। অবশ্যই আল্লাহর রহমত পাব আমরা।
প্রশাসন, পুলিশ, ডাক্তার, ব্যবসায়ি, সব পেশার মানুষ সহ দেশের তরুণ সমাজ যেভাবে আর্তের সেবায় এগিয়ে এসেছেন, তা সত্যিই বিরল। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।
সামনে আসছে অর্থনৈতিক মন্দা বা দুর্যোগ। শিল্প বিশেষ করে খাদ্য উতপাদনের চাকা সচল রাখতে হবেই আমাদের। পুষ্টির অন্যতম উপাদান তরল দুধ। গরুর খাবার গমের ভুষি, চাউলের কুড়া, সয়াবিন, ভুট্টা, ডালের ভুষির দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়িরা। প্লিজ এই সময় এবং সামনেও দাম কম রাখুন, লাভ কম করুন। মানবতার সেবা করুন। দেশের সাহায্যে সবাই এগিয়ে আসুন। এতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন না, দেশের জন্য?
মুরগির ফিডের দাম অনেক। ডিমের বাজার একেবারেই পড়ে গেছে। পোল্ট্রি খামারিদের পথে বসতে হবে। ক্ষতিগ্রস্ত হবে পুস্টি বা প্রোটিনের যোগান।
কৃষিক্ষেত্রে হয়ত সরকারকে বিভিন্ন প্রণোদনা বা ইনসেন্টিভ দিতে হতে পারে।
আসুন আমরা সবাই হাতে হাত রেখে যুদ্ধ করি। মানবতার সেবায়, দেশের কল্যাণে। আমাদের সন্তানদের জন্য। অবশ্যই মহান রব আমাদের সফল করবেন।
লেখক: সরকারের অতিরিক্ত সচিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।