সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অদ্ভুত আকৃতির এক শিশু জন্ম হয়েছে। সোমবার রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বলিচতল গ্রামে শিশুটির জন্ম দেন গৃহবধূ বিথী আক্তার (২০)।
শিশুটির বাবা আবু জাফর ওই গ্রামের মুদি ব্যবসায়ী। এ শিশুই ওই দম্পতির প্রথম সন্তান।
শিশুটির বাবা আবু জাফর জানান, নবজাতকের পায়খানা-প্রসাবের রাস্তা নেই। এ ছাড়া তার একটি পাও নেই। যেটি আছে সেটিও বিকলাঙ্গ। যে কারণে শিশুটির লিঙ্গ বোঝা যাচ্ছে না।
পরিবারের সদস্যরা এ পর্যন্ত তার লিঙ্গ শনাক্ত করতেও পারেনি। শিশুটি দেখতে অনেকটা গল্পের মৎস্যকন্যার মতো। মঙ্গলবার দুপুর পর্যন্ত শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে।
এ ব্যাপারে মাইজবাড়ী ইউনয়িন পরিষদের সদস্য আবদুস ছালাম জানান, অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান। শিশুটিকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।