আন্তর্জাতিক ডেস্ক : কর্মীর কাজে খুশি হয়ে নতুন একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছেন এক কোম্পানির মালিক। এই ঘটনা ভারতের। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের কেরালার এক কোম্পানির মালিক এ কে শাজি সম্প্রতি কর্মীদের নিজ বাড়িতে ডাকেন। হঠাৎ এরকম বাড়িতে ডাকায় শঙ্কা নিয়ে নির্ধারিত সময়ে মালিকের বাড়িতে হাজির হন কর্মীরা।
তবে সে সময় মুখে স্মিত হাসি নিয়ে কর্মীদের সামনে হাজির হন মালিক। তাকে হাসিমুখে দেখে আশ্বস্ত হন কর্মীরা। এর পরের ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।
বাড়ির লনে কালো কাপড়ে ঢাকা ছিল একটি গাড়ি। ধীর পায়ে গাড়িটির দিকে এগিয়ে যান এ কে শাজি। ডেকে নিলেন তার প্রতিষ্ঠানের সবচেয়ে পুরনো কর্মী সিআর অনীশকে। আর সবাইকে চমকে দিয়ে অনীশকে ওই ঝকঝকে নতুন মার্সিডিজ গাড়ির চাবি তুলে দেন।
কোম্পানিতে ২২ বছর ধরে কাজ করা অনীশকে উৎসাহ দিতে তিনি এই গাড়ি উপহার দেন।
অনীশের প্রশংসা করে এ কে শাজি বলেন, ‘অনীশ শুধু একজন কর্মচারী না, পাশপাশি তার একজন ভালো বন্ধুও। গত ২২ বছর ধরে অনীশ আমাদের জন্য একটি মজবুত স্তম্ভ। আমরা আশা করছি গাড়িটি তার পছন্দ হবে।’
গাড়ি পেয়ে অনীশ জানিয়েছেন, ‘এটা তার জীবনের সবচেয়ে বড় চমক। এসবই আপনাদের সকলের পাশে থাকার ফল। আমি আশা করি ভবিষ্যতেও আপনারা আমার সঙ্গে থাকবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।